Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার

Icon

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি :

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৭:২২ পিএম

কুমিল্লায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার

ছবি : সংগৃহীত

কুমিল্লার দেবীদ্বারে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে যৌথবাহিনী দুই ধর্ষককে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো—চান্দিনা পৌর এলাকার বেলাশর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আবুল কালাম (৩০) এবং দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সানারপাড় পশ্চিমপাড়া মেম্বার বাড়ির মৃত হারুন অর রশিদের ছেলে মো. আমির হোসেন রাজু (২৯)। সেনাবাহিনী ও দেবীদ্বার থানা পুলিশের যৌথ অভিযানে সোমবার দিবাগত রাতে চান্দিনা ও দেবীদ্বারের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে দায়ের করা মামলার বিবরণ থেকে জানা যায়, প্রায় তিন মাস আগে ওই গৃহবধূর  বিয়ে হয়। আসামিরা তার পূর্বপরিচিত।

গত ১ অক্টোবর রাতে স্বামীর অনুপস্থিতিতে আসামি আবুল কালাম প্রথমে ভিক্টিমকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরদিন ২ অক্টোবর রাতে রাজু ও কালাম আবার বাসায় গিয়ে স্বামীকে খাবার আনতে পাঠিয়ে দেয়। এ সুযোগে গৃহবধূকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। লজ্জা ও ভয় থেকে ভিক্টিম প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরে বান্ধবীর কাছে গিয়ে ঘটনা জানায়। ৪ অক্টোবর সে চান্দিনা সেনা ক্যাম্পে গিয়ে লিখিত অভিযোগ করে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মঈনুদ্দিন আহমেদ জানান, অভিযোগের ভিত্তিতে সেনা ও পুলিশ বাহিনীর যৌথ অভিযানে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের  হাজতে পাঠানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন