Logo
Logo
×

সারাদেশ

রাঙ্গামাটিতে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৬:৩৪ পিএম

রাঙ্গামাটিতে  বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি

ছবি-যুগের চিন্তা

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর  আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাঙ্গামাটি জেলা সদরে স্থাপনের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার সকাল  রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।

রাঙ্গামাটি পার্বত্য জেলার ক্রীড়ামোদী ও রাঙ্গামাটিবাসী’ ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় ক্রীড়াবিদ, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশ গ্রজন করেছেন। 

বিকেএসপি এই প্রতিষ্ঠানটি রাঙ্গামাটিতে স্থাপনের জন্য জমি অধিগ্রহণের জন্য সাইট সিলেকশন করা হয়েছে। এই সময়ে হঠাৎ রাঙ্গামাটি সদরের  পরিবর্তে কাপ্তাইয়ে স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে  এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।অধ্যাপক রনজ্যোতি চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, ক্রীড়াবিদ আব্দুল মান্নান রানা, সমাজসেবক নুরুল আবছার, এনসিপির নেতা শহিদুল ইসলাম, সমাজকর্মী রিকো খীসা, বাবুল আলী তালুকদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রাঙ্গামাটি সদর উপজেলার ঝগড়া বিল এলাকায় বিকেএসপি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রাথমিক সিদ্ধান্তের পর জেলার মানুষ আশাবাদী হয়েছিল। কিন্তু সম্প্রতি কেন্দ্রটি কাপ্তাই এলাকায় স্থানান্তরের উদ্যোগ নেওয়ায় তারা ক্ষুব্ধ ও হতাশ। এটি জেলার খেলাধুলার বিকাশে বাধা সৃষ্টি করবে  তার মনে করেন। এছাড়া পার্বত্য অঞ্চলের ক্রীড়াবিদদের প্রতি অন্যায়  হবেহবে বলে মনে করেনে। তারা জানান, ঝগড়া বিল ভৌগোলিকভাবে পার্বত্য চট্টগ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত। 

এখানে বিকেএসপি কেন্দ্র স্থাপিত হলে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার খেলোয়াড়রা সহজে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা ও প্রাকৃতিক পরিবেশ সহ সবদিক থেকেও ঝগড়া বিল উপযুক্ত স্থানতাই এখানে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি জানানো হয়েছে । মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিকেএসপি মহাপরিচালকের বরাবর স্মারকলিপি পাঠানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন