Logo
Logo
×

সারাদেশ

টেকনাফে ক্যাম্পের বাইরে বসবাসকারী ১৩ রোহিঙ্গা উদ্ধার, আটক ২

Icon

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৪:৩৫ পিএম

টেকনাফে ক্যাম্পের বাইরে বসবাসকারী ১৩ রোহিঙ্গা উদ্ধার, আটক ২

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী নারী ও শিশুসহ ১৩ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাব। এ ছাড়া তাদের আশ্রয়দাতা দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোররাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কায়ুকখালী পাড়ায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় বলে জানান র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম কর্মকর্তা (সহকারী পরিচালক) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

আটকরা হলেন- ওই এলাকার আবদুল্লাহ ম্যানশনের মালিক প্রয়াত ওমর হামজার ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (২৭) এবং বাড়ির কেয়ারটেকার মোহাম্মদ ফয়েজ (৬৫)।

আ. ম. ফারুক বলেন, কায়ুকখালী পাড়ায় এক বাড়িতে অবৈধভাবে কিছু রোহিঙ্গার আশ্রয় নেওয়ার খবর পেয়ে ভোররাতে র‌্যাবের একটি দল অভিযান চালায়।

“অভিযানে ১৩ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে চারজন শিশু, নয় নারী ও তিনজন পুরুষ রয়েছে। এ সময় বাড়ির মালিক ও কেয়ারটেকারকে আটক করা হয়।”

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ফারুক।

এ ছাড়া আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন