লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১০:১৪ এএম
সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে কালনী এক্সপ্রেস রওনা দেয়, যা ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দেয়।
এর আগে সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সিলেটের মোগলাবাজার এলাকায় ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, রেলওয়ে পুলিশ ও মোগলাবাজার থানা পুলিশ যৌথভাবে উদ্ধারকাজে অংশ নেয়। কয়েক ঘণ্টার চেষ্টায় ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব বলেন, চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস মোগলাবাজার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড তেলের ডিপোর পশ্চিম পাশে লাইনচ্যুত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং রেল যোগাযোগ স্বাভাবিক।



