Logo
Logo
×

সারাদেশ

তাড়াশে স্বাস্থ্য সহকারীদের লাগাতার কর্মবিরতি

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৯:০৪ পিএম

তাড়াশে স্বাস্থ্য সহকারীদের লাগাতার কর্মবিরতি

ছবি-যুগের চিন্তা

সিরাজগঞ্জের তাড়াশে  বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা ৬ ছয় দফা দাবিতে টানা পঞ্চম দিনের মতো কর্মবিরতি পালন করেছেন। যার ফলে টিকা সেবাসহ হুমকির মুখে টিসিভি ক্যাম্পেইন।

‎৬ অক্টোম্বর দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তাড়াশ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে২৪ স্বাস্থ্য সহকারী এই কর্মসূচিতে অংশ নেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের দেওয়ালে ব্যানার টাঙিয়ে কর্মবিরতি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন তাড়াশ উপজেলা শাখার সদস্যরা।

তাদের দাবির মধ্যে রয়েছে, বেতনবৈষম্য নিরসন, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও বিজ্ঞান সংযোজন, ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে প্রতিকরণ, টেকনিক্যাল পদমর্যদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান।

স্বাস্থ্য সহকারীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছেন। ১ অক্টোবর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন। তারা দ্রæত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।

কর্মবিরতিতে তাড়াশ উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম রিপনের নেতৃত্বে সংগঠনের ২৪ সদস্য উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন