Logo
Logo
×

সারাদেশ

শাপলা প্রতীকেই জাতীয় নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস আলম

Icon

নাটোর প্রতিনিধি :

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৪:২৫ পিএম

শাপলা প্রতীকেই জাতীয় নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস আলম

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, শাপলা ছাড়া নির্বাচন কমিশনের কোনো অপশন নেই। তাছাড়া যে নির্বাচন কমিশন একটি দলকে প্রতীক দিতে পারে না, তারা জনগণের কাছে নির্বাচন নিয়ে আস্থা হারাবে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে নাটোর শহরের একটি রেস্তোরাঁয় জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এতে সভাপতিত্ব করেন এনসিপির নাটোর জেলা প্রধান সমন্বয়ক এস এম জার্জিস কাদির।

সভায় সারজিস আলম বলেন, কোনো রাজনীতিক দল যেই মার্কাটা নিয়ে জনগণের কাছে যেতে পারবে ওই ধরনের মার্কা আমরা লিস্টে যুক্ত করতে বলবো।

তিনি আরও বলেন, ‘আমরা পার্বত্য জেলা বলতে তিনটি পাহাড়ি জেলাকে বুঝি। এটা বাংলাদেশের অংশ। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে জড়িত। বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে বিন্দুমাত্র আপস করার কোনো সুয়োগ নেই। যারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, দেশের ভেতর থেকে হোক অথবা দেশের বাইরে থেকে হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে দেশের জনগণ ও সব রাজনৈতিক দলের সহযোগিতা থাকবে। ‘আমরা আরও দেখেছি ভারত বিভিন্ন জেলা দিয়ে পুশ ইন করা চেষ্টা করেছে। ভারতের মিডিয়াগুলো প্রপাগান্ডা মিডিয়া হিসেবে নিজেকে প্রমাণ করেছে। আমরা মনে করি সরকার এবং রাজনৈতিক দলগুলোকে এই সমস্ত প্রপাগান্ডা প্রতিহত করতে হবে। ’

এসময় উপস্থিত ছিলেন- বিশেষ অতিথি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সংগঠক ফয়সাল আহমেদ, নাটোর জেলা এনসিপি সিনিয়র যুগ্ম সমন্বয়ক আব্দুল মান্নাফসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলার নেতাকর্মীরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন