রাঙ্গামাটিতে পুলিশের নির্বাচনী কর্মশালার উদ্বোধন
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৭:০৬ পিএম
ছবি-যুগের চিন্তা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে তিন দিনব্যাপী ‘নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা’ শুরু হয়েছে।
রবিবার সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্স কনফারেন্স রুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ সম্পাদনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী দায়িত্ব পালনের সময় প্রত্যেক সদস্যকে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা ও নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার প্রতি সর্বোচ্চ মনোযোগ দিতে হবে।”
তিনি আরও বলেন, “রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”
রাঙ্গামাটি জেলা পুলিশের সদস্যরা শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষা, সমন্বয়, নিরপেক্ষতা ও পেশাগত আচরণ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
অন্যদিকে, রাঙ্গামাটি বাঘাইছড়িতে শনিবার ৪ অক্টোবর ২৭ বিজিবি মারিশ্যা জোনের পক্ষ থেকে জানানো হয়, মারিশ্যা জোন কমান্ডারের দিক নির্দেশনায় হাবিলদার আমান উল্লাহ এর নেতৃত্বে একঅভিযান পরিচালনা করা হয়।



