Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে শিক্ষক সমাজের মতবিনিময়

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৫:৪১ পিএম

কুড়িগ্রামে শিক্ষক সমাজের মতবিনিময়

ছবি-যুগের চিন্তা

শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন' শিরোনামে বিশ্ব শিক্ষক দিবস- ২০২৫ উপলক্ষে কুড়িগ্রামে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। এতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুল ইসলামের সভাপতিত্ব ও সিনিয়র শিক্ষক ইমরুল কায়েসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ গোলেনুর বেগম, সহকারী শিক্ষক মোঃ আবু তৈয়ব, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খন্দকার মোয়াজ্জেম হোসেন, হুমায়ূন কবির জিহাদী প্রমূখ

এতে বক্তারা বলেন, শিক্ষক সমাজের মর্যাদা ও শিক্ষার মান উন্নয়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। এতে মাধ্যমিক শিক্ষায় গুণগত পরিবর্তন আসবে এবং শিক্ষকতা সত্যিকার অর্থেই ‘মিলিত প্রচেষ্টার দীপ্তি’ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন