পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বিপৎসীমার ওপরে তিস্তার পানি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৪:২৬ পিএম
ছবি : সংগৃহীত
উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিপাতের কারণে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ওপরে পানি প্রবাহিত হচ্ছে। রোববার (৫ অক্টোবর) বিকেল ৩টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২.১৬ মিটার, যা বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপরে।
এর আগে দুপুর ১২টায় তিস্তার পানি ছিল বিপৎসীমার ৯ সেন্টিমিটার নিচে। মাত্র তিন ঘণ্টার ব্যবধানে পানির উচ্চতা ৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমা অতিক্রম করে। ফলে নদীর তীরবর্তী ও চরাঞ্চলের নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে, প্লাবিত হয়েছে রাস্তাঘাট ও ফসলি জমি। পানিবন্দি হয়ে পড়েছে বহু মানুষ, সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ।
তিস্তার পানি বৃদ্ধির ফলে হাতীবান্ধা উপজেলার ছয়টি ইউনিয়নের অন্তত ৮-১০টি চর, পাটগ্রামের দহগ্রাম, আদিতমারীর চর গোবর্ধন ও মহিষখোঁচা, এবং সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর ও গোকুন্ডা ইউনিয়নের চরাঞ্চলে পানি ঢুকে পড়েছে।
তিস্তা ডালিয়া পয়েন্টের পানির লেভেল পরিমাপক নুরুল ইসলাম জানান, নদীর পানি দ্রুত বাড়ছে এবং পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তিস্তার নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।



