ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের চালতিপাড়া এলাকায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ইমাদ পরিবহনের হেলপার শরিয়াতউল্লাহ (২০)। প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়া অভিমুখী লেনে হানিফ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতির ইমাদ পরিবহনের আরেকটি বাস এসে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইমাদ পরিবহনের হেলপার ঘটনাস্থলেই মারা যান এবং কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, নিহতের মরদেহ হাসাড়া হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে।
হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম সিদ্দিকী জানান, নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে এবং তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘাতক বাসের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



