Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে সংঘবদ্ধ ৫ ডাকাত আটক

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১০:৪১ পিএম

গাজীপুরে সংঘবদ্ধ ৫ ডাকাত আটক

ছবি-সংগৃহীত

গাজীপুরে পৃথক দুটি বিশেষ অভিযানে সিআইডিজেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার এবং অস্ত্রধারী সন্ত্রাসী চক্রের পাঁচ সদস্যকে অস্ত্র ও লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার করেছে।

এ ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে শনিবার (৪ অক্টোবর) রাত ১টা ৩০ মিনিটে ডিএমপির সবুজবাগ থানার নন্দীপাড়া ৬ নম্বর রোড থেকে ডাকাত দলের সর্দার মনিরকে গ্রেফতার করা হয়।

২ অক্টোবর গাজীপুর মহানগরের ধীরাশ্রমে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনার রহস্য উদঘাটনে সিআইডি গাজীপুর জেলা ও মেট্রো ইউনিট দ্রুত ছায়া তদন্ত শুরু করে।

গাজীপুর সিআইডি পুলিশ জানায়, ঘটনার রাতে ডাকাতরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এক পরিবারের সবাইকে বেঁধে ফেলে প্রায় ২২ লাখ টাকার স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল লুট করে। এ ঘটনায় গাজীপুর সদর থানায় মামলা হয়। অভিযানের সময় ডাকাত সর্দার মনিরের কাছ থেকে একটি লুণ্ঠিত মোবাইল ফোন, ছয়টি ককটেল, ১১টি টর্চলাইট ও একটি কাটার উদ্ধার করা হয়।

অন্যদিকে, গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২ অক্টোবর রাতে জেলার শ্রীপুর থানার ভবানীপুর বাজারে অভিযান চালিয়ে তিন অস্ত্রধারী সন্ত্রাসী- ইমরান হোসেন, আশিকুল ইসলাম ও মেহেদী হাসান ইমনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদে শাহারিয়ার রহমান সাদাফ ও মোজাম্মেল হাসান রোমানের নাম ওঠে আসে। ময়মনসিংহের ভালুকা ও গাজীপুরের শ্রীপুর থানার কাওরাইদ বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করা হয়। তাদের দেখানো মতে একটি সচল পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন