মাদক সেবনে বাধা দেয়ায় খুন হন রামেল
বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
কিশোরগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৯:১৩ পিএম
ছবি : যুগেরচিন্তা
কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকসেবিদের হাতে নিহত রামেল হত্যায় জড়িতদের অবিলম্বের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে হোসেনপুরে উপজেলার জিনারী এলাকায় গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় বক্তারা বলেন, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও মাদকসেবিদের হাতে নিহত রামেলের খুনিদের ধরতে পারেনি পুলিশ। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তারা। নিহতের বাবা-মা, আত্বীয়-স্বজনসহ এলাকার বিশিষ্টজনেরা এতে অংশ নেন। পরে বাড়ির সামনের সড়কে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মাদকসেবিদের হাতে নিহত রামেল হত্যায় ঘটনায় গত ৩ অক্টোবর নিহতের বাবা বাদী হয়ে পাশ্ববর্তি তেতুলিয়া গ্রামের মো. নাঈম (২২)সহ ৭ জনকে আসামি করে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় এখনও কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেনের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, মাদক সেবনে বাধা দেয়ায় গত সপ্তাহে হোসেনপুর উপজেলার তেতুলিয়া গ্রামের লাল মিয়ার ছেলে মো. নাঈমের সাথে পাশ্ববর্তি জিনারী গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে রামেলের তর্কাতর্কি হয়। এ ঘটনার জের ধরে গত ৩০ সেপ্টেম্বর স্থানীয় বেলথৈল মাঠে ক্রিকেট খেলে বাড়ি ফেরার পথে সড়কে একা পেয়ে নাঈমের নেতৃত্বে একদল সন্ত্রাসী রামেলের ওপর হামলা চালায়। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও হাসপাতালে নিয়ে গেলে, তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পর রাতে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত মো. রামেল মিয়া উপজেলার জিনারী ইউনিয়নের জিনারী গ্রামের মো. রফিক ইসলামের ছেলে।



