নরসিংদীতে আটককৃত চাদাবাজদের ছিনিয়ে নিতে এসপির উপর হামলা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৮:৪১ পিএম
ছবি-যুগের চিন্তা
নরসিংদী পৌর এলাকার আরশীনগর মোড়ে অটোরিক্সা, সিএনজিসহ পরিবহন চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় দুইজনকে আটক করে পুলিশ। এসময় পুলিশের কাছ থেকে চাঁদা আদায়কারীদের ছিনিয়ে নিতে হামলা চালায় আদায়কারী সংঘবদ্ধ চক্র।
এতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন আহত হন। শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও হাসপাতালের চিকিৎসক থেকে জানা যায়, শনিবার সকালে নরসিংদী সদর সার্কেল আনোয়ার হোসেনের নেতৃত্বে ৮ পুলিশ সদস্য নিয়ে নরসিংদী সদর উপজেলার বীরপুর এলাকায় একটি লাশ উদ্ধারের ঘটনায় ঘটনাস্থলে পরিদর্শনে যান। ঘটনাস্থল থেকে ফেরার পথে সকাল সাড়ে ১০ টার দিকে আরশীনগর মোড়ে অটোরিক্সা ও সিএনজি থেকে চাঁদা তোলা হচ্ছে। এ সময় দুইজনকে হাতেনাতে আটক করলে পিছন থেকে অর্ধশত সঙ্ঘবদ্ধ চাঁদা আদায়কারীরা হামলা চালায়। পরে, তার ঘাড়ে, পায়েসহ বিভিন্ন স্থানে আঘাত করে আটককৃতদের ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় আরও কয়েক পুলিশ সদস্য কিল-ঘুষিতে আহত হয়েছেন। পরে আহত অতিরিক্ত পুলিশ সুপারকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতলে প্রাথমিক চিকিৎসা শেষে রাজারবাগ পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা: ফরিদা গুলশানা কবির বলেন, নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনকে আমাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তার ঘাড়ে, পায়ে রক্ত জমে গেছে। আমরা কয়েকটি পরীক্ষা দিয়েছি এবং তাকে হাসপাতালে ভর্তি করার অনুরোধ জানানো হয়েছে।
ইজারাদার আলমগীর হোসেন মুঠোফোনে জানান, পুলিশের উপর হামলার কোন ঘটনা নাই। পৌর নিয়ম-নীতি ও বৈধ ইজারার শর্ত মেনে টাকা তোলার সময় পুলিশ বাধা দেয়ায় ধাক্কা-,ধাক্কির ঘটনা ঘটেছে শুনতে পেরেছি। পুলিশের উপর হামলার ঘটনা মিথ্যা-ভিত্তিহীন।
অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, বীরপুর এলাকা থেকে ফেরার পথে দেখি, কয়েকজন চলন্ত যানবাহন থেকে জোরপূর্বক চাঁদা তুলছে। এসময় আমি দুই জনকে হাতেহাতে আটক করে তাদের জিজ্ঞাসা করতে থাকাবস্থায় মুহূর্তের মধ্যে ৩০-৪০ জনের একদল সন্ত্রাসী আমার ওপর হামলা চালায়। তাদের হামলায় আমি মাটিতে পড়ে গেলে তারা কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। এক পর্যায়ে আমি জ্ঞানশূন্য হয়ে পড়ি। পরে আমার সঙ্গীয় ফোর্সসহ স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসারত থাকাবস্থায় আমার জ্ঞান ফিরে।
প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাঁদাবাজদের ছাড়িয়ে নিতে ইজারাদারের লোকজন এ হামলা সাথে জড়িত থাকতে পারে ।
এব্যাপারে নরসিংদীর পুলিশ সুপার মেনহাজুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহ এর মোবাইল ফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করলেই ওনারা ফোন রিসিভ করেননি। তবে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ফোন রিসিভ করলেও তিনি জানান, ছুটিতে আছেন।
উল্লেখ্য, কয়েক দিন আগে নরসিংদী সড়কে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন এবং নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন। একই সঙ্গে তার ওপর যে-কোনো সময় হামলার আশঙ্কার কথাও ওই পোস্টে উল্লেখ করেন।



