Logo
Logo
×

সারাদেশ

উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও ব্যবস্থাপনা কৌশল প্রণয়ন শীর্ষক কর্মশালা

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৬:৩৪ পিএম

উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও ব্যবস্থাপনা কৌশল প্রণয়ন শীর্ষক কর্মশালা

ছবি : যুগেরচিন্তা

খুলনার পাইকগাছায় চিংড়ির রোগ নির্ণয় ও প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( অক্টোবর) সকালে পাইকগাছা মৎস্য গবেষণা ও লোনা পানি কেন্দ্রের অডিটোরিয়ামে বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস ও ইউনাইটেড স্টেটস্ ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার এর যৌথ অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়, মৎস্যবিজ্ঞান বিভাগ কর্তৃক পরিচালিত চিংড়ির স্বাস্থ্য ব্যবস্থাপনা কৌশল প্রণয়ন শীর্ষক প্রকল্পের আওতায় উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ শামসুর রহমান, মৎস্যবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় আমন্ত্রিত বিভিন্ন স্টেকহোল্ডার (চিংড়ি চাষি,উদ্যোক্তা, টেকনিশিয়ান, ম্যানেজার, একুয়া ড্রাগস কোম্পানির প্রতিনিধি, গবেষক,বিজ্ঞানী) এর উদ্দেশ্য কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোনাপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. মো. লতিফুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগের অধ্যাপক মোহাম্মদ সামছুর রহমানের সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের প্রভাষক শাওন আহম্মেদের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন, ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও সফল চিংড়ি চাষী মো. আবু সাবাহ।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন লোনাপানি কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ গোলাম মোস্তাফা, আহসান হাবিব সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান, কমলেশ বিশ্বাস, ইবরার হোসেন, সাফুজ্জামান সাগর, হেলাল উদ্দিন খান, তারক সানা প্রমুখ।

কর্মশালায় চিংড়ি চাষীদের বাস্তব ভিত্তিক উপলব্ধি প্রকাশ,চিংড়ির প্রধান রোগসমূহের বর্তমান অবস্থা ও ব্যবস্থাপনা কৌশলের উপর অতিথিবৃন্দ আলোচনা করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন