Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাড. ফজলুর রহমান

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ পিএম

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাড. ফজলুর রহমান

ছবি : যগেরচিন্তা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসাবে প্রার্থীতার ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহবায়ক ও সভাপতি, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুর রহমান শিকদার।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে জেলা শহরের পাবলিক লাইব্রেরী হলরুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অ্যাডভোকেট ফজলুর রহমান শিকদার এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সারা দেশে বিএনপির নেতৃত্বে যে অভূতপূর্ব গনজাগরণ হলেও কিন্তু হাওড় এলাকার রাজনীতিতে দুর্ভাগ্যজনকভাবে তা অনেকটাই অনুপস্থিত। নেতৃত্বের ব্যার্থতার কারণে হাওড় এলাকার মানুষ এর প্রকৃত সুফল ভোগ করতে পারছেনা। দুর্বল রাজনৈতিক নেতৃত্ব, ভুল পদক্ষেপ ও জনবিচ্ছিন্ন নেতাদের নিস্ক্রিয়তার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে সক্রিয়ভাবে দলীয় ও সামাজিক কর্মকান্ডে সক্রিয় থাকলেও আমার মত পরীক্ষিত তৃণমুলের নেতা-কর্মীদের কোনঠাসা করে নিস্ক্রিয় থাকতে বাধ্য করা হয়েছে। তাই হাওড় এলাকায় চলমান বিএনপির রাজনৈতিক অচলবস্থা ও রাজনৈতিক দৈন্যদশা দূরীকরণে দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করতে ইচ্ছুক।

জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা হাবীবুর রহমান ভুইয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। মিঠামইন উপজেলা যুবদলের সদস্য সচিব এরশাদুল হক এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল আলম শ্যামল, পারভেজ আহমেদ বুলবুল ও দিদারুল আলম দিদার, সাবেক সহ-সভাপতি সোহরাব ভুইয়াঁ ও হারুনুর রশীদ, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইমন মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও এপিপি, সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট আরিফ খান, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ঠাকুর, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবীবুর রহমান ভুইয়াঁ, উপজেলা জাসাস এর সাবেক আহবায়ক মহিউদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হাদিউল ইসলাম, মীরপুর বাঙলা কলেজের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম মীর ও উপজেলা ছাত্রদল নেতা তরিক মোমেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন