Logo
Logo
×

সারাদেশ

ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, পরদিন মিললো মরদেহ

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৯:০১ পিএম

ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, পরদিন মিললো মরদেহ

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজের এক দিন পর মোঃ ওয়াসিম মিয়া (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ (পূর্বপাড়া) গ্রামের ব্রহ্মপুত্র নদের স্থানের কিছু অদুরে পূর্ব দিক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোঃ ওয়াসিম মিয়া উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ পূর্বপাড়া গ্রামের উছমান মিয়ার ছেলে। তিনি সালুয়া ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে কয়েকজন যুবক এক সঙ্গে বাড়ির উত্তর-পশ্চিমপার্শ্বে পুরানো ব্রহ্মপুত্র নদে জাল দিয়ে নদীতে মাছ ধরতে নামেন। পানিতে নেমে সাঁতরিয়ে কিছু দুর যাওয়ার পরেই ওয়াসিম পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় সঙ্গীকে বাঁচাতে চেষ্টা করে বাকি চার বন্ধু। কিছু সময় চেষ্টা করে তারাও পানিতে তলিয়ে যেতে শুরু করে। এ দৃশ্য নদে থাকা জেলেদের নজরে পরলে জেলেরা চার বন্ধুকে জীবিত উদ্ধার করে। পরে আহত অবস্থায় পাশ্ববর্তী বেলাব উপজেলা সরকারি হাসপাতালে প্রেরণ করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারাও উদ্ধার অভিযানে নামেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে গতকাল সন্ধ্যা পর্যন্ত নদের বিভিন্ন অংশে ব্যাপক খোঁজাখুজি করেও কোনো সন্ধান পায়নি। পরে আজ বৃহস্পতিবার ডুবুরিদের উদ্ধার কার্যক্রম চলমান অবস্থায় বিকেলে নিখোঁজ হওয়া স্থানের অদূরে পূর্ব দিকে ভেসে উঠে ওই যুবককে মরদেহ

ভৈরব ফায়ার সার্ভিস স্টেশনের লিডার তোফাজ্জল হোসেন বলেন, গতকাল বুধবার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে এসে ডুবুরি টিম দুপুর ২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত ও পরদিন সকাল থেকে বিকেলে মরদেহ পাওয়ার আগ পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান ছিলো।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন