Logo
Logo
×

সারাদেশ

ফেনীতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ৮

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পিএম

ফেনীতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ৮

ছবি : সংগৃহীত

ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজার সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পড়ায় ভয়াবহ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত আটজন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে সুগন্ধা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে বাসটি সরাসরি দোকানে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহত হন আরও অনেকে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহতদের মধ্যে রয়েছেন—দাগনভূঞার খুশিপুর গ্রামের শামিমারা বেগম (৫০), দক্ষিণ জায়লস্করের মো. শ্রাবণ (২০), এবং একজন অজ্ঞাতপরিচয় যুবক (২০)।

আহতদের মধ্যে রয়েছেন—জান্নাত আক্তার বৃষ্টি (১৪), তামিম (১৩), আফিয়া (১০), আব্দুল্লাহ (১৮ মাস), খোদেজা (৩০)। তারা ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া গুরুতর আহত মিষ্টি (১৪), নাফসি (২৬) এবং সাহাব উদ্দিন (৫৫) কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ পারভেজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে, তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন। বর্তমানে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন