অষ্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা শাহীন
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১১:৩১ এএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কিশোরগঞ্জ-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফজলুর রহমানের পক্ষ থেকে অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন।
বুধবার (১ অক্টোবর) রাতে তিনি পূজামণ্ডপগুলোতে গিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে ব্যক্তিগত শুভেচ্ছা অনুদান প্রদান করেন। এসময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করে তাদের সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস এম জাভেদ, বর্তমান আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল, সরকারি রোটারি কলেজের আহ্বায়ক তাকবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এজেন শাহসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের স্থানীয় নেতৃবৃন্দ।
এসএম শাহীন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তিনি পূজামণ্ডপগুলো পরিদর্শন করেছেন এবং ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার তুলে ধরে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।



