Logo
Logo
×

সারাদেশ

টানা বৃষ্টিতে ফুলগাজী ফের প্লাবিত

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১০:৫৬ এএম

টানা বৃষ্টিতে ফুলগাজী ফের প্লাবিত

ফেনীতে টানা বৃষ্টি ও ভারতের উজানের ঢলে মুহুরী নদীর পানি বেড়ে ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) দুপুর থেকে ফুলগাজী পুরাতন পশুর হাটসংলগ্ন স্লুইসগেট দিয়ে পানি প্রবেশ করে বাজার ও ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের আংশিক অংশ তলিয়ে যায়। এতে বেশ কিছু দোকানপাটেও পানি ঢুকে পড়ে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সকালে ভারতের উজানের পানিতে নদীর পানি দ্রুত বাড়তে থাকে। রাত ৯টার দিকে মুহুরী নদীর পানি বিপৎসীমার মাত্র ১২ সেন্টিমিটার নিচে—১১ দশমিক ৫১ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয়। যদিও রাত বাড়ার সঙ্গে সঙ্গে পানি কিছুটা কমতে শুরু করেছে।

ফুলগাজী বাজারের ব্যবসায়ী সাজ্জাদ হোসেন অভিযোগ করেন, ফ্লাডওয়াল, স্লুইসগেট ও ড্রেনেজ সঠিকভাবে নির্মাণ না করায় প্রতিবছরের মতো এবারও বাজারে পানি ঢুকেছে। নদীর পানি বিপৎসীমা অতিক্রম না করলেও বাজার ডুবে যায়। পানি উন্নয়ন বোর্ড দায়সারা কাজ করছে।

বাজার কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম শামীম বলেন, বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই আবারও প্লাবিত হতে হয়। এবারও দোকানপাটে পানি ঢুকে মালামাল নষ্ট হচ্ছে। নদীর পানি আরও বাড়লে ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়বে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. ফাহাদ্দিস হোসাইন জানান, রাত ৮টার পর থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে পানি বাড়লে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কিছু স্থানে ভাঙনের ঝুঁকি রয়েছে। এ বিষয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম বলেন, যে স্থান দিয়ে পানি প্রবেশ করছে তা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরিদর্শন করেছেন। বাজারের কিছু অংশে এখনো পানি রয়েছে। নদীর পানি কমলেই পরিস্থিতি স্বাভাবিক হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন