কুলিয়ারচর ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১০:০৭ পিএম
ছবি-যুগের চিন্তা
কিশোরগঞ্জের কুলিয়ারচর ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে মোঃ ওয়াসিম মিয়া (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ বন্ধুকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে আরও চার বন্ধু। নিখোঁজের ১০ ঘণ্টা পার হলেও নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি।
বুধবার (০১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ পূর্বপাড়া গ্রামের ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ওয়াসিম মিয়া উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ পূর্বপাড়া গ্রামের উছমান মিয়ার ছেলে। আহতরা হলেন, একই গ্রামের মো. আতিকুল মিয়ার ছেলে মো. ফাঈম মিয়া (১৫), মৃত বাদল মিয়ার ছেলে মো. আরিফুল (১৭), মো. রুস্তম মিয়ার ছেলে মো. সিয়াম মিয়া (২১) ও আলম মিয়ার ছেলে আদনান মিয়া (১৬)।



