লে. জেনারেল (অব.) আব্দুল হাফিজ
সম্প্র্রীতির বন্ধনে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব
নরসিংদী প্রতিনিধি :
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লে. জেনারেল (অব:) আব্দুল হাফিজ বলেন, আমরা আনন্দিত এই কারনে যে, প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত আনন্দপূর্ণ ভাবে সৌহার্দপূর্ণ পরিবেশে সম্প্রীতির মেলবন্ধনের আবদ্ধ হয়ে আমাদের সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা শারদীয় দুর্গোৎসব পালন করছেন এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আবহমান কাল থেকে বাংলাদেশে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই নির্বিঘ্নে যার যার ধর্ম পালন করে আসছে। এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয় এবং এ গৌরবটাকে আমাদের ধরে রাখতে হবে।
তিনি বুধবার (১ অক্টোবর) রাতে নরসিংদী শহরের বাগ বিতান ক্লাব দুর্গাপূজা মান্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। পরে তিনি শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
এসময় সাথে ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, নরসিংদী ডিডিএলজি ও নরসিংদী পৌরসভার প্রশাসক মোঃ মনোয়ার হোসেনসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনে উর্ধতন কর্মকর্তাগণ।
এদিকে প্রথমে শহরের বাগ বিতান ক্লাব দুর্গা মন্দির (গোপিনাথ জিউর আখড়া ধাম) পরিদর্শনে গেলে তাঁকে স্বাগত জানান, নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) মাখন দাস, জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক দীপক কুমার বর্মন প্রিন্স, গোপিনাথ জিউর আখড়া ধামের সভাপতি বিনয় সাহা প্রমুখ।



