Logo
Logo
×

সারাদেশ

রায়পুরায় ম্যারাথন নিয়ে প্রেস ব্রিফিং

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৬:২৩ পিএম

রায়পুরায় ম্যারাথন নিয়ে প্রেস ব্রিফিং

ছবি : সংগৃহীত

রায়পুরায় আসন্ন ম্যারাথন প্রতিযোগিতা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( অক্টোবর) বিকেলে উপজেলা কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়। এ ম্যারাথনে মোট ৭০০ জন দৌড়বিদ অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, রায়পুরা-বেলাব সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বায়জিদ বিন মুনসুর, অফিসার ইনচার্জ আদিল মাহমুদ, প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৌফিকুল হক, সাংবাদিক ফোরামের সভাপতি হারুনুর রশিদ, জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, পৌরসভা বিএনপি’র সভাপতি ইদ্রিস আলী মুন্সী, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ম্যারাথনকে সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন