খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৫:৪৮ পিএম
ছবি-যুগের চিন্তা
কিশোরগঞ্জের তাড়াইলে পুকুরের পানিতে ডুবে রাফি মিয়া (৯) নামের এক শারীরিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (০১ অক্টোবর) বিকালে তাড়াইল থানার এসআই মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে উপজেলার দামিহা ইউনিয়নের দামিহা গ্রামের রবিদাস বাড়ির সামনের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত শিশু রাফি মিয়া উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজকেও পরিবারের সমবয়সি শিশু বাড়ির পাশে পুকুরের ধারে খেলছিল। খেলতে গিয়ে হঠাৎ অসাবধানতা বসত শারীরিক প্রতিবন্ধী শিশু রাফি মিয়া পুকুরে পড়ে ডুবে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে।
তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।



