রূপগঞ্জে বাবা-ছেলেকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৫:১৯ পিএম
প্রতিকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন বাবা-ছেলেকে কুপিয়ে জখম করে টাকা ও স্বর্ণালংকার লুট করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী আব্দুর রহিম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার বাঘবেড় এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুর রহিম জানান, "তার ছেলে সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে বাঘবেড় এলাকায় স্যানিটারি ব্যাবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। 'স্থানীয় সন্ত্রাসী' নুরুজ্জামান ও হাবিবুর রহমান মঙ্গলবার রাত ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে সাইফুল ইসলামের বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় সাইফুল প্রতিবাদ করলে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন। আব্দুর রহিম তার ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকেও এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় তারা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।"
এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।



