Logo
Logo
×

সারাদেশ

প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০২:২২ পিএম

প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রাইভেট কার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (১ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার মতিগঞ্জ লইয়ারকুল ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল গফুর শেখ (৪১)। তিনি শ্রীমঙ্গলের মুসলিমবাগ এলাকার বাসিন্দা ও পেশায় কাপড় ব্যবসায়ী। আহতরা হলেন- শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য ও নিউ পূর্বাসা এলাকার বাসিন্দা অজয় সিং (৪২) এবং শ্রীমঙ্গল রেলগেট এলাকার মো. তানভীর হোসেন (জনি)।

স্থানীয় সূত্রে জানা যায়, লইয়ারকুল ব্রিজের ওপর সংঘর্ষের শব্দে আশপাশের লোকজন ছুটে গিয়ে আহতদের উদ্ধার কাজে অংশ নেন। দুর্ঘটনায় গাড়ি দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. নাজিম উদ্দিন বলেন, আনুমানিক সকাল সোয়া ৬টার দিকে দুর্ঘটনার খবর পাই। পরে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

শ্রীমঙ্গল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন বলেন, সকাল সাড়ে ৬টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়। বাকিদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে অন্যত্র স্থানান্তর করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন