Logo
Logo
×

সারাদেশ

টানা চার দিনের অবরোধ শেষে খাগড়াছড়িতে স্বাভাবিকতায় ফিরছে জনজীবন

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১২:৪৬ পিএম

টানা চার দিনের অবরোধ শেষে খাগড়াছড়িতে স্বাভাবিকতায় ফিরছে জনজীবন

টানা চার দিনের অবরোধ শেষে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে খাগড়াছড়ি। শনিবার (১ অক্টোবর) সকাল থেকে জেলা সদর ও শহরতলীতে সীমিত আকারে যানবাহন চলাচল শুরু হয়েছে, খুলতে শুরু করেছে দোকানপাটও।

জানা গেছে, স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে জুম্ম ছাত্র-জনতা নামের একটি সংগঠন অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দিয়েছিল। তবে শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের দেওয়া ৮ দফা দাবি বাস্তবায়নের আশ্বাসের ভিত্তিতে শুক্রবার রাতে সংগঠনের ফেসবুক পেজে দেওয়া ঘোষণায় অবরোধ আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়।

অবরোধ স্থগিত হলেও জনমনে এখনও আতঙ্ক বিরাজ করছে। জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা বহাল রয়েছে। খাগড়াছড়ি ও গুইমারায় সেনা টহল, বিজিবি ও পুলিশের অতিরিক্ত নিরাপত্তা জোরদার আছে।

এদিকে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় খাগড়াছড়ি ও গুইমারায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. ছাবের আহমেদ জানিয়েছেন, ধর্ষণের ঘটনায় মেডিকেল রিপোর্ট পুলিশের মাধ্যমে আদালতে উপস্থাপন করা হবে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হচ্ছে। যানবাহন চলাচল শুরু হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, অবরোধ চলাকালে গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতায় তিনজন নিহত এবং অনেকে আহত হন। গুইমারার রামসু বাজারসহ বিভিন্ন স্থানে দোকানপাট, বসতবাড়ি ও অফিসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন