Logo
Logo
×

সারাদেশ

চলনবিলে শামুক নিধনে ভ্রাম্য আদালত ,চারজনের জরিমানা

Icon

তাড়াশ,সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম

চলনবিলে শামুক নিধনে ভ্রাম্য আদালত ,চারজনের জরিমানা

ছবি-যুগের চিন্তা

চলনবিলে নির্বিচারে শামুক ঝিনুক নিধনের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ বিক্রেতাকে  জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুন্দইল বাজারে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ জেড এম নাহিদ হোসেনের নেতৃত্বে উপজেলার কুন্দইল বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় চলনবিলের জীববৈচিত্র্য ধ্বংসে শামুক ঝিনুক সংগ্রহ করার  কাজে নিয়োজিত থাকায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে উপজেলার কুন্দইল গ্রামের বাসিন্দা গোলাম হোসেনের ছেলে মো: রিপন (৩০), আমির হোসেনের ছেলে মো: আব্দুর রশিদ (১৮), দিঘী সগুনা গ্রামের বাসিন্দা আবু বক্কারের ছেলে মো: আসলাম(৪৫) ও মোশারফ হোসেনের ছেলে মো: আবুল কালামকে (৩৫) দোষী সাব্যস্থ করে প্রত্যককে নগদ দুই হাজার টাকা করে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়।   জব্দকৃত শামুক চলনবিলে অবমুক্ত করা হয়।

এ  সময় উপস্থিত ছিলেন বন কর্মকর্তা জাহাঙ্গীর কবির, মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন, ফায়ার সার্ভিসের টিম লিডার কামরুজ্জামান ও তাড়াশ থানার উপ পরিদর্শক আলমগীর হোসেন সহ অন্যারা।

উল্লেখ্য, মৎস্য ও হাঁসের খামারীরা প্রতিদিন চলনবিল  এলাকা থেকে টন কে টন শামুক ঝিনুক সংগ্রহ করে পাইকারী দরে বিক্রি করার জন্য গড়ে তোলা হয়েছে বিভিন্ন পয়েন্ট। এখান থেকে ট্রাক যোগে পাইকাররা দেশের বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে খামারীদের কাছে বিক্রি করে থাকেন। এতে করে চলনবিলের প্রাণবৈচিত্র্য ও কৃষিতে নেতীবাচক প্রভাব পরছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন