রাঙ্গামাটি শহরে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম
ছবি-যুগের চিন্তা
রাঙ্গামাটি শহরের আসাম বস্তী নারিকেল বাগান এলাকা থেকে ৮ ফুট লম্বা এক অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে বনবিভাগের কর্মীরা সাপটি উদ্ধার করেছে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ সূত্রে জানা গেছে এলাকাবাসী থেকে খবর পেয়ে সাপটি উদ্ধার করা হয়। পরে নিরাপদে নিয়ে কাপ্তাই ন্যাশনাল উদ্যানে সাপটি অবমুক্ত করা হয়েছে বলে কাপ্তাই রেঞ্জ বন কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান।
অজগরটি সেখানে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে। সাপটি দৈর্ঘ ৮ ফুট লম্বা এটির ওজন প্রায় ৮ কেজি বলে তিনি জানান।



