Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় পিকআপের ধাক্কায় মা–মেয়ের মৃত্যু

Icon

বগুড়া অফিস:

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম

বগুড়ায় পিকআপের ধাক্কায় মা–মেয়ের মৃত্যু

ছবি-যুগের চিন্তা

বগুড়ার আদমদীঘিতে পিকআপের ধাক্কায় চার্জারচালিত মোটরসাইকেল (স্কুটি) আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন স্বামী। মঙ্গলবার দুপুরে উপজেলার পাইকপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সান্তাহার ইউপির ছাতনী গ্রামের কোরআন শিক্ষিকা নাজিরা আক্তার মিম (২৭) ও তাঁর দুই বছরের শিশু কন্যা নাজিফা আক্তার। আহত নাজিরার স্বামী স্থানীয় এক মসজিদের ইমাম রমজান আলী তোতা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পশুখাদ্য ভর্তি একটি পিকআপ বগুড়ার দিকে যাওয়ার পথে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে স্কুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মামেয়ের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেন।

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, নিহতদের পরিবারের আবেদনে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে পিকআপ ও দুটি যানবাহন জব্দ করা হয়েছে। তবে পিকআপচালক পালিয়ে গেছেন। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন