কেন্দুয়ায় নিখোঁজ যুবদল নেতা শামীমের হাড়গোড় উদ্ধার
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ এএম
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মনকান্দা গ্রামের বিরান্ধরী বিল থেকে নিখোঁজের দুই মাস ২৭ দিন পর যুবদল নেতা রফিকুল ইসলাম শামীমের হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। জামা-কাপড় দেখে মরদেহ শনাক্ত করেছেন তাঁর পরিবারের সদস্যরা।
পরিবারের অভিযোগ, স্থানীয় একটি মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগে ঘুষ লেনদেনের বিরোধিতা করায় প্রভাবশালী একটি চক্র শামীমকে হত্যা করে লাশ গুম করেছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
গত শনিবার বিল থেকে হাড়গোড় উদ্ধারের পর সোমবার দুপুরে নিজ গ্রামে জানাজা অনুষ্ঠিত হয় শামীমের। এতে রাজনৈতিক নেতা-কর্মী ও স্থানীয় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
শামীম গত ২ জুলাই রাত সাড়ে ১১টার দিকে গন্ডা ইউনিয়নের পাহাড়পুর এলাকা থেকে নিখোঁজ হন। তিনি ইউনিয়ন যুবদলের সদস্য ছিলেন।
শামীমের ভাই সাইফুল ইসলাম বলেন, মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগে ঘুষের বিরোধিতা করায় নিজ দলের প্রভাবশালী নেতাদের ইন্ধনে শামীমকে হত্যা করা হয়েছে। তখন পুলিশের সহযোগিতা চাইলেও পাইনি। আমরা সুষ্ঠু বিচার চাই।
শামীমের বাবা মো. আক্কাস আলী বলেন, হাড়গোড় দেখে চেনার উপায় ছিল না, তবে জামা-কাপড় দেখে আমরা নিশ্চিত হয়েছি। হত্যাকারীদের বিচারের আওতায় আনা হোক।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, উদ্ধারকৃত হাড়গোড় মর্গে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য আলামত পাঠানো হয়েছে। রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে। তবে পরিবারের দাবি অনুযায়ী যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



