৪৩ বছর পর আদালতের রায়ে সরকারি স্কুলের জমি উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ এএম
ছবি : সংগৃহীত
প্রায় ৪৩ বছর পর আদালতের রায়ে বেদখল হওয়া ২৩ শতাংশ জমি ফিরে পেয়েছে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে আদালতের অ্যাডভোকেট কমিশনার ও প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। তবে দখলকারীদের বাধার মুখে অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়।
তথ্য অনুযায়ী, রাজবাড়ীর সজ্জনকান্দা মৌজার বিভিন্ন খতিয়ান ও দাগভুক্ত মোট ২৩ শতাংশ জমি দীর্ঘদিন ধরে স্থানীয় আনোয়ার গ্যাং বেদখল করে রেখেছিল। এ নিয়ে ১৯৮২ সাল থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত একের পর এক মামলা চলে। বিভিন্ন পর্যায়ে মামলাগুলো খারিজ হওয়ার পরও দখলদাররা টিকে ছিল। সর্বশেষ ২০১৪ সালে বিদ্যালয়ের পক্ষ থেকে নতুন মামলা করা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৪ সালের ২৬ মে জেলা জজ আদালত স্কুলের পক্ষে রায় দিয়ে জমি উদ্ধারের নির্দেশ দেয়।
সোমবার আদালতের নির্দেশে উচ্ছেদ কার্যক্রম শুরু হলে আনোয়ার গ্যাংয়ের পরিবারের নারীরা দেশীয় অস্ত্র নিয়ে বাধা দেয়। পর্যাপ্ত পুলিশ না থাকায় নিরাপত্তার কারণে কার্যক্রম স্থগিত করা হয়। আদালতের নাজির মোফাজ্জল হোসেন জানিয়েছেন, পূজার ছুটির পর পুনরায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।
এ বিষয়ে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, ৪৩ বছর পর আমাদের স্কুলের জমি ফেরত দেওয়ার রায় এসেছে। আজ উচ্ছেদ শুরু হলেও বাধার কারণে শেষ করা যায়নি। পূজার পর আবারও জমি উদ্ধারের কাজ করা হবে।
অন্যদিকে দখলদার পরিবারের সদস্য আবুল হোসেন বাবু অভিযোগ করেন, আমাদের যথাযথ নোটিশ দেওয়া হয়নি। হঠাৎ বাড়িঘর ভাঙতে আসায় ভাড়াটিয়া ও পরিবারগুলো বিপাকে পড়েছে।
প্রসঙ্গত, ১৮৯২ সালে গিরিজা শংকর মজুমদার প্রতিষ্ঠা করেন গোয়ালন্দ মডেল হাই স্কুল, যা বর্তমানে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় নামে পরিচিত।



