Logo
Logo
×

সারাদেশ

রাঙ্গামাটিতে সড়ক অবরোধের কোন প্রভাব পড়েনি

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম

রাঙ্গামাটিতে সড়ক অবরোধের কোন প্রভাব পড়েনি

ছবি-যুগের চিন্তা

জুম্ম ছাত্র-জনতার’ ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধের কোনো সাড়া পড়েনি রাঙ্গামাটি পার্বত্য জেলায় । খাগড়াছড়িতে এক ছাত্রী ধর্ষণ ঘটনায় সৃষ্ট পরিস্থিতিতে তিন পার্বত্য জেলায় ‘জুম্ম ছাত্র-জনতা’ তিন পার্বত্য জেলায় সড়ক অবরোধের ডাক দেয়।

রাঙ্গামাটিতে প্রতিদিনের মতো যানবাহন চলাচল স্বাভাবিক ছিল । সকাল বেলা শুধু দূর পাল্লার বাস চলাচল করেনি।

শহরের মোড়ে মোড়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সোমবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রামগাম থেকে দূর-পাল্লার যানবাহন নিদিষ্ট গন্তব্যে ছেড়ে এসেছে। রাঙ্গামাটি শহরে অটোরিকশাসহ অন্য গাড়ি চলাচল করতে দেখা গেছে।

রোববার থেকে সম্প্রীতি বজায় রাখতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন জেলার বিভিন্ন সম্প্রদায়, ধর্মীয়, রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। এছাড়াও যে কোনো ধরণের গুজব এড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে প্রশাসন। পুলিশ বলেছেন রাঙ্গামাটিতে অবরোধের কোনো প্রভাব নেই এবং পরিস্থিতি শান্ত রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। এই দিকে সাজেকে আটকা পড়া সকল পর্যটককে নিরাপদে সড়িয়ে নেয়া হয়েছে বলে সাজেক কটেজ সমিতি সূত্রে জানা গেছে।

খাগড়াছড়িতে গত মঙ্গলবার রাত ৯টায় প্রাইভেট পড়ে ফেরার পথে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ওই দিন রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে তাকে উদ্ধার করেন স্বজনেরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করে পুলিশ। তাকে ছয় দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। ধর্ষণের ঘটনার প্রতিবাদে জুম্ম-ছাত্র জনতার ব্যানারে গত শনিবার ভোর ৫টায় খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি শুরু হয়। পরে রোববার আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দেয় ‘জুম্ম ছাত্র-জনতা’

ঘটনা সম্পর্কে আইএসপি আর থেকে যে বিবৃতি দিয়েছে তা মিথ্যাচার বলে ইউপিডিএফ দাবি করেছে।  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন