Logo
Logo
×

সারাদেশ

৫ দফা দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩০ পিএম

৫ দফা দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

ছবি : ৫ দফা দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে শহীদ খোকন পার্কে শহর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শহর সেক্রেটারি অধ্যাপক আ. স. ম. আব্দুল মালেক, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, শিবিরের শহর শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেল, সহকারী সেক্রেটারি মো. আল-আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর শাখার সভাপতি আজগর আলী, শহর জামায়াতের অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, শহর শিবির সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, আইন সম্পাদক অ্যাডভোকেট শাহিন মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম তুহিন, মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, মাওলানা হেদায়েতুল ইসলাম, অ্যাডভোকেট নূরুল ইসলাম আকন্দ, আব্দুল হাদী শফিক, এনামুল হক রানা, আল জাবের হক্কানী প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশে নতুন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সুখী, সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে জামায়াতে ইসলামী। মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে এবং প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়নের স্বার্থে অধিকাংশ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছে। যারা বিরোধিতা করছেন তারাও একদিন এ পদ্ধতির সুফল বুঝবেন এবং এ দাবি মেনেই নির্বাচনে অংশ নেবেন বলে মন্তব্য করেন নেতারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন