Logo
Logo
×

সারাদেশ

শ্রমিক-মালিক দ্বন্দ্বে তিন জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম

শ্রমিক-মালিক দ্বন্দ্বে তিন জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজশাহী বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, অনেক যাত্রী বাস না পেয়ে বিকল্প উপায়ে গন্তব্যে রওনা হচ্ছেন।

উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল জানান, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে একতা ট্রান্সপোর্ট ও কিছু লোকাল বাস ছাড়া অন্য সব পরিবহন বন্ধ রয়েছে।

এর আগে চলতি মাসে শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দুই দফায় বাস চলাচল বন্ধ হয়েছিল। মালিকপক্ষ দাবি করেছে, শ্রমিকদের মূল দাবি পূরণ করা হলেও তারা অতিরিক্ত ও অযৌক্তিক দাবি জানাচ্ছেন, যা গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান বলেন, “শ্রমিকেরা দূরপাল্লার বাস যেখানে-সেখানে থামিয়ে যাত্রী তুলতে চায়, যা ব্যবসার জন্য ক্ষতিকর। এ নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে।”

৭ সেপ্টেম্বর রাতে প্রথমবার বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকেরা। মালিকপক্ষের আশ্বাসে দুই দিন পর বাস চলাচল শুরু হলেও ২২ সেপ্টেম্বর থেকে আবার কর্মবিরতি শুরু হয়। ২৩ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত একতা ছাড়া অন্য কোনো বাস চলেনি। এবার তিন জেলা থেকে বাস চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ দূরবর্তী গন্তব্যের যাত্রীরা বিপাকে পড়েছেন।

নজরুল ইসলাম হেলাল আরও জানান, “বাস চলাচল আপাতত বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত সমাধান হবে বলে আশা করছি।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন