Logo
Logo
×

সারাদেশ

এক ইলিশের দাম ১৪ হাজার টাকা

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম

এক ইলিশের দাম ১৪ হাজার টাকা

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় আড়াই কেজি ওজনের এক ইলিশ মাছ বিক্রি হয়েছে ১৪ হাজার টাকায়। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার মহিপুর মৎস্য বন্দরের ফয়সাল ফিশে মাছটি বিক্রি হয়।

জেলে শহিদ মাঝি বলেন, ‘ইলিশ শিকারে সমুদ্রে গিয়ে অন্যান্য মাছের সাথে এ বড় ইলিশটি ধরা পড়ে। মাছটির ওজন ২ কেজি ৫০০ গ্রাম। সকালে মাছটি ফয়সাল ফিসে নিয়ে আসলে নিলামে ১৪ হাজার টাকায় কিনেন মৎস্য ব্যবসায়ী ইশতিয়াক।’

ফয়সাল ফিসের স্বত্বাধিকারী মো. মেহেদী ফয়সাল বলেন, ‘বড় সাইজের ইলিশ সচারাচর পাওয়া যায় না। মাছটি খোলা বাজারে উন্মুক্ত ডাকের মাধ্যমে প্রতি কেজি ৫ হাজার ৬০০ টাকা দরে ১৪ হাজার টাকা বিক্রি হয়েছে।’

ক্রেতা ইশতিয়াক বলেন, ‘বঙ্গোপসাগরে ধরা পড়া বিশাল সাইজের ইলিশ মাছটি আমি কিনেছি লাভের আশায়। মাছটি ঢাকায় পাঠাবো।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘বড় সাইজের ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে। ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা ৫৮ দিনে নিষেধাজ্ঞার সুফলও বলা যায়।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন