Logo
Logo
×

সারাদেশ

বালুখেকোদের বিরুদ্ধে তিতাস নদীর পাড়ে মানববন্ধন

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম

বালুখেকোদের বিরুদ্ধে তিতাস নদীর পাড়ে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তিতাস নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং ফসলি জমি ও বসতবাড়ি ভয়াবহ ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার উজানচর ইউপি'র কালিকাপুর, রাধানগর, বুধাইরকান্দি ও উজানচর মৌজার সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয়সূত্রে জানা যায়, নদীর তীরবর্তী এলাকার রাধানগর থেকে কালিকাপুর পর্যন্ত শতাধিক স্থানীয় নারী-পুরুষ হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, ‘দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেছে।’এতে নদীর তীরবর্তী মানুষের বসতবাড়ি ও কৃষিজমি মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। এ ছাড়া এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে উত্তোলনকারীদের সংঘর্ষ ও দাঙ্গার শঙ্কাও দেখা দিয়েছে। নদী ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসনের দাবি জানিয়ে তারা বলেন, এখন আবারও বালু উত্তোলনের জন্য বালুখেকোরা ড্রেজার এনেছে। এবার যদি আবারও বালু উত্তোলন করা হয়,আমরা ঘরে বসে থাকব না।

স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া, ফারুক আহমেদ, সামাদ মিয়া বলেন, ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। প্রশাসন প্রতি আহবান জানাই, আপনারা দ্রুত কার্যকর পদক্ষেপ নিন। না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা মানববন্ধন ও বালু উত্তোলন প্রসঙ্গে বলেন, ‘ওই এলাকায় বালু উত্তোলনের কোনো অনুমোদন দেওয়া হয়নি। অভিযোগের বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন