নাগেশ্বরীতে দুধকুমার নদের ভাঙন রোধে মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২০ পিএম
ছবি-যুগের চিন্তা
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের দামালগ্রাম এলাকায় দুধকুমার নদের ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। নতুন সুইচগেট থেকে পাঁচমাথা পর্যন্ত দীর্ঘ এলাকায় ভয়াবহ ভাঙনে বসতভিটা, মসজিদ, মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে নিঃস্ব হয়ে পড়ছেন শতশত পরিবার।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবিতে চর দামালগ্রাম উত্তর তীর সংলগ্ন নদী তীরে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত মানুষজন। রায়গঞ্জ ইউনিয়নের ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের ব্যানারে শতাধিক মানুষ এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন, ইউপি সদস্য রিয়াজ উদ্দিন, রাষ্ট্র সংষ্কার আন্দোলনের উপজেলা শাখার সভাপতি লাভলু মিয়া, গোলজার হোসেন, রহমত আলী, তৈয়বুর রহমান ব্যাপারি, আমজাদ হোসেন ও সাফেরউদ্দিন ব্যাপারি প্রমুখ।
বক্তারা জানান, প্রতিদিন ভাঙনের গতি বাড়ছে। এভাবে চলতে থাকলে খুব দ্রুতই দামালগ্রাম এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাবে এবং শত শত পরিবার আশ্রয়হীন হয়ে পড়বে।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি লাভলু মিয়া মানববন্ধনে বলেন, সরকার দুধকুমার নদের পশ্চিম তীর রক্ষায় বাজেট বরাদ্দ দিলেও পানি উন্নয়ন বোর্ডের সঠিক তদারকি না থাকায় এখনো কোনো কাজ শুরু হয়নি।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েক সপ্তাহে এ এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। শুধু চলতি মাসেই প্রায় ৮০টির মতো বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর ফলে পরিবারগুলো স্ত্রী-সন্তান নিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে। তারা জানান, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরও শত শত পরিবার গৃহহীন হয়ে পথে বসবে। ভাঙনের কারণে পার্শ্ববর্তী একটি বাজার, পাঁচটা মসজিদ, দুইটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি ইবতেদায়ী মাদরাসা হুমকির মুখে রয়েছে। খুব দ্রুত ব্যবস্থা না নিলে এগুলো নদীতে হারিয়ে যাবে।



