সিলেটে ভূমিকম্প অনুভূত, রিখটার স্কেলে মাত্রা ৪
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
সিলেট নগরী ও আশপাশের এলাকায় হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.০।
নগরীর বিভিন্ন স্থানে কয়েক সেকেন্ডের জন্য ভবন দুলে ওঠায় অনেকে তড়িঘড়ি করে ঘরবাড়ি ও অফিস থেকে বেরিয়ে আসেন।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্পকে হালকা ধরনের বলা হয়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম, তবে ঝুঁকিপূর্ণ ভবন বা দুর্বল কাঠামোয় সামান্য ক্ষতি হতে পারে এবং মানুষ আতঙ্কিত হয়ে পড়তে পারে।
এই ভূমিকম্প সিলেট অঞ্চলে ভূ-কম্পন সচেতনতা ও প্রস্তুতির প্রয়োজনীয়তা আবারও স্মরণ করিয়ে দিল।



