বৃষ্টি হলেই সুন্দরগঞ্জ পৌর সড়কে হাঁটুপানি
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২০ পিএম
সামান্য বৃষ্টি হলেই হাঁটুপানি জমে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলুটারি সড়কে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সপ্তাহজুড়েই দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। নতুন করে বৃষ্টি হলে সেই দুর্ভোগ বেড়ে যায় আরও কয়েকগুণ।
সরেজমিনে দেখা গেছে, সড়কে কাদাযুক্ত পানি জমে রয়েছে। দুপাশে বাড়ি ও দোকানঘর ঘিরে ময়লা পানি মাড়িয়ে চলছে পথচারী, রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও বাইসাইকেল।
স্থানীয় বাসিন্দা আয়ুব আলী বলেন, তিন দিন আগে ঘণ্টাখানেক বৃষ্টি হয়েছিল। সেই পানি এখনো শুকায়নি। নতুন করে বৃষ্টি না হলেও শুকাতে আরও এক মাসের বেশি সময় লাগবে।
মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মতিয়ার রহমান জানান, প্রতি বৃষ্টিতেই হাঁটুপানি জমে। নতুন বৃষ্টি না হলেও শুকাতে সময় লাগে কমপক্ষে এক সপ্তাহ। এ সময় দোকানে ক্রেতা কম আসে। পানি বের হওয়ার রাস্তা না থাকায় এ অবস্থা।
অটোরিকশাচালক আতোয়ার রহমান বলেন, এটি পূর্ব বাইপাস এলাকা থেকে পৌর ভবন ও উপজেলা শহরে যাওয়ার একমাত্র শর্টকাট রাস্তা। কিন্তু জলাবদ্ধতার কারণে প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হয়।
সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক একরামুল হক জানান, আমাদের প্রতিষ্ঠানে ১,২০০ শিক্ষার্থী পড়াশোনা করে। এর মধ্যে শতাধিক শিক্ষার্থী ওই সড়ক দিয়ে যাতায়াত করে। বৃষ্টিতে তাদের উপস্থিতি কমে যায়। এ বিষয়ে কর্তৃপক্ষকে জানিয়েছি, কিন্তু সমাধান হয়নি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী তপন চন্দ্র চক্রবর্তী বলেন, বিষয়টি তার জানা নেই, তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস বলেন, আপনার মাধ্যমে বিষয়টি জানলাম। খোঁজ নিয়ে জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে।



