Logo
Logo
×

সারাদেশ

৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন, কাউন্সিলর তালিকা নিয়ে প্রবীণ নেতাদের ক্ষোভ

Icon

কিশোরগঞ্জ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম

৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন, কাউন্সিলর তালিকা নিয়ে প্রবীণ নেতাদের ক্ষোভ

ছবি : ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন

দীর্ঘ প্রায় ৯ বছর পর আগামীকাল শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে উঠতে শুরু করেছে নানা অভিযোগ। সঠিকভাবে কাউন্সিলর না করা এমনকি গঠনতন্ত্র অমান্যের মতো গুরুতর অভিযোগও উঠেছে জেলার শীর্ষ নেতার বিরুদ্ধে।

সম্মেলন সফল করার লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়েছে। জেলার ১৩ উপজেলাসহ বিভিন্ন শাখা থেকে কাউন্সিলর করা হয়েছে ২ হাজার ৯০ জনকে। তবে কাউন্সিলর করা হয়নি জেলা বিএনপির সাবেক সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হাবীবুর রহমান ভুইয়াঁ,  সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, চারবার সংসদ সদস্য প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহমেদ, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য সচিব অ্যাডভোকেট ফজলুর রহমান শিকদার এর মত প্রবীণ সুপরিচিত নেতাদেরকে।

এ ছাড়া জেলা বিএনপির বর্তমান সহ সভাপতি নিজাম উদ্দিন খান নয়ন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ভিপি ওয়ালীউল্লাহ রাব্বানী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি তারিকুজ্জামান পার্নেলসহ আরো অনেক পরীক্ষিত নেতা-কর্মীকেই কাউন্সিলরের তালিকায় নাম রাখা হয়নি।

এ ব্যাপারে জেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হাবীবুর রহমান ভুইয়াঁ বলেন, এখন আমাদের কোন মুল্য নেই। কাউন্সিলর করারন তো দূরের কথা, কাউন্সিলে যোগদানের আমন্ত্রণপত্রও পাঠানো হয়নি।  

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাসুদ হিলালী বর্তমান নেতৃত্বকে উদ্দেশ্য করে বলেন, তারা যা শুরু করেছে টেন্ডারবাজি, সিএনজি স্ট্যান্ড দখল, কমিটি বাণিজ্য এগুলোর পরিণতি ভালো হবেনা।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন শিহাব বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে জীবনবাজী রেখে লড়াই করেছি। পাঁচবার জেলে গিয়েছি। আমার দুটি কিডনি নস্ট হয়ে গেছে। আওয়ামী লীগ সরকার আমাকে বিদেশে গিয়ে চিকিৎসার জন্য পাসপোর্ট পর্যন্ত করতে দেয়নি। আওয়ামী লীগের পতনে সব দুঃখ ভুলে গিয়েছিলাম। কিন্তু আমার দলের জেলা সম্মেলনে আমাকে কাউন্সিলর করা হয়নি, এই দুঃখটা কার কাছে বলবো!

আওয়ামী লীগ সরকারের সময় টানা ১৭ মাস জেলখাটা জেলা যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী রুহুল আমিন বলেন, সম্মেলনে অনেক সাধারণ কর্মীদেরকে কাউন্সিলর করলেও আমাকে করেনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার পরও শরীফুল আলম গং আমাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী হিসেবে একটি মামলার আসামি করেছে। অথচ ওয়ান ইলেভেনসহ বড় কোনো আন্দোলন সংগ্রামে শরীফুল আলম গংদেরকে আমরা পাইনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি চোখ হারানো বিএনপি কর্মী জাহিদুল ইসলাম নিরব বলেন, আন্দোলন সংগ্রামে সামনের কাতারে থাকি, পুলিশের লাঠি ও গুলি খাই, অথচ কাউন্সিলর হয় সুবিধাভোগীরা।

তাদেরকে কাউন্সিলর না করা প্রসঙ্গে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম বলেন, থানা কমিটিগুলো নির্ধারিতদেরকেই কাউন্সিলর করেছে। আর উপদেষ্টাদের কোনো ভোট নেই। এছাড়া যাদের দীর্ঘদিনের গ্যাপ তারা মাঠে না থাকায় কাউন্সিলর করা হয়নি।

এদিকে সগুরুতর অভিযোগ উঠেছে একাধিক পদে থাকা জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের তৃতীয়বারের মতো সভাপতি পদে প্রতিদ্বন্দিতা নিয়ে। তিনি কেন্দ্রীয় কমিটিরও সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। একাধিক পদে থাকা গঠনতন্ত্রের পরিপন্থী বলে অভিযোগ করেছেন একাধিক নেতা। এ প্রসঙ্গে শরীফুল আলম বলেন, দলের চেয়ারম্যান বিশেষ কারণে দলের বৃহত্তর স্বার্থে একাধিক পদে থাকার অনুমোদন দিতে পারেন।

সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। দীর্ঘদিন পর হতে যাওয়া সম্মেলনকে কেন্দ্র করে দলের ভিতরে চলছে নানা সমীকরণ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন