Logo
Logo
×

সারাদেশ

দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে কৃষিখাতকে আরও শক্তিশালী করতে হবে : গভর্নর

Icon

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২২ পিএম

দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে কৃষিখাতকে আরও শক্তিশালী করতে হবে : গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, “দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে আমাদের কৃষি খাতকে আরও শক্তিশালী করতে হবে। উদ্যোক্তাদের দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের ক্ষমতা এবং আর্থিক সহায়তার মাধ্যমে কৃষিকে টেকসই পথে নিতে হবে।

বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী ‘কৃষি উদ্যোক্তা সমাবেশ ও দক্ষতা উন্নয়ন’ শীষর্ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলছেন।

ড. আহসান এইচ মনসুর বলেন, জাতীয় অর্থনীতিতে কৃষির ভূমিকা অপরিসীমতাই কৃষি খাতে উদ্যেক্তা সৃষ্টি, দক্ষতার উন্নয়নআর্থিক পৃষ্টপোষকতাকে গুরুত্ব দিতেএক্ষেত্রে দেশের ব্যাংকিং সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সকালে কক্সবাজার শহরের অভিজাত এক হোটেলের সম্মেলন কক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবিএল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহীর।

তিনি বলেছেন, দেশের সমৃদ্ধ ভবিষ্যতের জন্য কৃষির টেকসই উন্নয়ন ও উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে ইউসিবিএল প্রতিশ্রুতিবদ্ধ। এই ধরণের প্রশিক্ষণ কর্মসূচী উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দীন শাহীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামানিক ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এম খালেকুজ্জামান প্রমুখ।

দিনব্যাপী এ আয়োজনে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট খাতের নানা দিক উঠে আসে। এতে তিনশত কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করেন। আলোচনায় অংশ নিয়ে কয়েকজন কৃষি উদোক্তা নিজেদের অভিজ্ঞতা সকলের মাঝে তুলে ধরেন। সবশেষে জেলার ১৩ জন কৃষককে উন্মুক্ত ঋণ প্রদান করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন