বাঞ্ছারামপুরে জামায়াতের প্রার্থী নকিবুল হুদার সমর্থনে উঠান বৈঠক
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম
ছবি : যুগেরচিন্তা
পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। পিআর পদ্ধতির নির্বাচনে ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি এবং এককভাবে ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকে না। প্রতিটি ভোটারের ভোটের মূল্যায়ন হয়। বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতিনিধির সংসদে যাওয়ার সুযোগ তৈরি হয়। এই জন্যই আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়েছি। যারা চায় না, বোঝে না, তারা বুঝবে। এখন তো বোঝা কিছুটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন, বাঞ্ছারামপুর উন্নয়ন ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক (অব.) দেওয়ান মো. নকিবুল হুদা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন বাঞ্ছারামপুরের উজানচর ইউনিয়নে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে।’
তিনি আরও বলেন, এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জন্য ইসলামী নেতৃত্বই একমাত্র ভরসা। তরুণ সমাজকে ইসলামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। পরিশেষে দেশ, জাতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শামীম নূর ইসলাম বলেন,‘বিগত দিনে সরকারের জুলুম-নির্যাতনের কারণে আমরা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের সামনে তুলে ধরতে পারিনি। এখন আর কোনো বাধা নেই। আমরা জনগণকে সাথে নিয়ে একটি সুন্দর নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবার ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে।’
সভাপতিত্ব করেন উপজেলার উজানচর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ আলী (লিটন মিয়া), এছাড়াও উপস্থিত ছিলেন মো: নাছির উদ্দীন মুন্সী (উজানচর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী), মো: আবু কাউছার, মো: লিয়াকত আলী, সভা সঞ্চালনা করেন উজানচর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. সাইফুল ইসলাম বাবুল-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এই উঠান বৈঠকে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান ও দাবিগুলোকে তুলে ধরেছে।



