কুড়িগ্রামে নদী সম্পদ ও নদী নির্ভর জনগোষ্ঠীর অধিকার নিয়ে সভা
রাজু মোস্তাফিজ,কুড়িগ্রাম
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম
ছবি-যুগের চিন্তা
কুড়িগ্রামে আর ডি আর এস ট্রোসা প্রকল্পের উদ্যোগে নদী সম্পদ ও নদী নির্ভর জনগোষ্ঠীর অধিকার শীর্ষক মাল্টি-স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার আর ডি আর এস কুড়িগ্রামের প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাদির খান ।
এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন , উপজেলা সমাজসেবা অফিসার হাবিবুর রহমান , সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসিম উদ্দিন, সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা ইসমত আরা , কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ,আর ডি আর এস বাংলাদেশ ট্রোসা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ড.এ.কে.এম সালাহ্ উদ্দিন সহ প্রকল্প কর্মকর্তা ও প্রান্তিক মৎস্য জীবরা ।
মৎস্য খাতে ভোক্তা এবং বাজার অংশিদারদের সম্পৃক্তকরণ সহ কমিউনিটি-পরিচালিত মৎস্য আবাসস্থল সমুহ পুনরুদ্ধার করণে সহযোগিতা করার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন বক্তারা ।



