দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ১২০০ টন ইলিশ, বেনাপোল দিয়ে রপ্তানি শুরু
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম
ছবি : সংগৃহীত
আসন্ন দুর্গাপূজাকে ঘিরে এ বছর ১২০০ টন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি পেয়েছে ৩৭টি প্রতিষ্ঠান। এরই মধ্যে ব্যবসায়ীরা রপ্তানি কার্যক্রম শুরু করেছেন। প্রথম চালানে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ ভারতে পাঠানো হয়েছে।
বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের ফিশারিজ কোয়ারেন্টাইন কর্মকর্তা সজিব সাহা জানান, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে ছয়টি প্রতিষ্ঠান এই চালান রপ্তানি করে। মান পরীক্ষার পর রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।
গত বছর ইলিশ রপ্তানির অনুমতি ছিল ২ হাজার ৪২০ টন, তবে বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হয়েছিল মাত্র ৫৩২ টন। এ বছরও সরকার দুর্গাপূজাকে কেন্দ্র করে ৫ অক্টোবর পর্যন্ত রপ্তানির সময়সীমা নির্ধারণ করেছে।
রপ্তানিকারকদের তথ্য অনুযায়ী, প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে ১২ ডলার ৫০ সেন্ট (বাংলাদেশি প্রায় ১,৫২৫ টাকা)। তবে দেশের বাজারে ইলিশের দাম ইতোমধ্যেই বেড়ে ২২০০ থেকে ২৫০০ টাকা প্রতি কেজিতে পৌঁছেছে, যা নিয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে ক্ষোভ রয়েছে।
প্রথম চালানে বাংলাদেশি রপ্তানিকারক প্রতিষ্ঠান সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস ট্রেডার্স ও লাকী ট্রেডিং ইলিশ রপ্তানি করেছে। অন্যদিকে ভারতের কলকাতার ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল এগুলো আমদানি করেছে।
বেনাপোল বন্দরের পরিচালক শমীম হোসেন বলেন, আজকের ইলিশ রপ্তানি বাংলাদেশের মৎস্য খাতের জন্য বড় সাফল্য। নিরাপদ ও মানসম্মতভাবে মাছ ভারতে পৌঁছেছে। এ রপ্তানি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে।



