Logo
Logo
×

সারাদেশ

নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ পিএম

নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

যুগের চিন্তা

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউ বাজার এলাকায় স্ত্রী-সন্তানকে হত্যার পর হাবিবুল্লাহ শিপলু নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাবুরাইল বউ বাজার থেকে পুলিশ শিপলু, তার স্ত্রী মোহিনী আক্তার মীম ও চার বছরের শিশুপুত্র আরফানের লাশ উদ্ধার করে পুলিশ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ জানান, নিহত শিপলু একটি সমিতির ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। সমিতির মালিক প্রতারক রমজান মিয়া গ্রাহকদের প্রায় ৪ কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। মামলায় প্রতারক রমজানের সঙ্গে তাকেও আসামি করা হয়। এরপর থেকে গ্রাহকরা তাকে টাকার জন্য প্রায় সময়ই চাপ দিতো। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। একপর্যায়ে চাপ সইতে না পেরে যেকোন সময় স্ত্রী-পুত্রকে শ্বাসরোধ করে হত্যার করে নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন