নাটোরে পূজা উদযাপন বিষয়ে প্রস্তুতি সভা
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৯ পিএম
ছবি-যুগের চিন্তা
নাটোরে শারদীয় দূর্গা উৎসব ২০২৫ পালনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৪সেপ্টেম্বর) দুপুরে নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এসময় জেলা ৭টি উপজেলার সনাতন ধর্মের শারীরদীয় দুর্গোৎসব পূজা উদযাপন কমিটির, সভাপতি সাধারণ সম্পাদকেরা বলেন প্রত্যেকটি পূজা মন্ডপে সিসি ক্যামেরার আওতায় আনাসহ বিভিন্ন সমস্যার সম্ভাবনা তুলে ধরেন তারা।নাটোর পুলিশ সুপার তারিকুল ইসলাম সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন কোন গুজবে আপনারা কান দিবেন না মোবাইলে ফেসবুকে অনেকেই গুজব ছড়ানোর চেষ্টা করবে আমরা সর্বক্ষণ আপনাদের পাশে থাকব সমস্যা হলে অবশ্যই প্রশাসনকে জানাবেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, পৌর প্রশাসক আসমা খাতুন, ৭টি উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ, সাংবাদিক প্রতিনিধি, ইউনাইটেড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আর টিভি নাটোর প্রতিনিধি কামাল হোসেন, পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ অনেকেই।



