Logo
Logo
×

সারাদেশ

ভোলাগঞ্জ পাথর লুটে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ পিএম

ভোলাগঞ্জ পাথর লুটে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

ছবি : সংগৃহীত

সিলেটের ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলন ও লুটপাটে জড়িত থাকার অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় বিপুল পরিমাণ পাথর অবৈধভাবে উত্তোলন করা হয়। গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এরপর র‍্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমারপাড়ায় অভিযান চালিয়ে সাহাব উদ্দিনকে গ্রেফতার করে। তিনি ভোলাগঞ্জ সাদাপাথর লুটপাটের অন্যতম মূলহোতা বলে দাবি করেছে র‍্যাব।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার শহিদুল ইসলাম সোহাগ জানান, সাহাব উদ্দিনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় সাতটি মামলা রয়েছে। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় অবৈধ পাথর উত্তোলন ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান পুনরায় দৃশ্যমান হলো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন