ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধে ভোগান্তি চরমে
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ এএম
ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশনের সম্প্রতি প্রকাশিত গেজেটে সীমানা পুনর্নির্ধারণকে কেন্দ্র করে ফরিদপুরে দ্বিতীয় দফায় তিন দিনের কর্মসূচি শুরু হয়েছে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে। পঞ্চম দিনের মতো ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন দুটি নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করায় ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক ও রেলপথে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে অবরোধ গড়ে তোলেন। এতে সাধারণ যাত্রীসহ মানুষের ভোগান্তি বাড়তে শুরু করেছে।
এরই মধ্যে আন্দোলনের অন্যতম নেতা আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়াকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে (১৩ সেপ্টেম্বর) নগরকান্দার চাঁদহাট এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের সচিব যুগল কিশোর মল্লিক।
রবিবার সকাল থেকেই হামিরদী বাসস্ট্যান্ড ও সুয়াদী বাসস্ট্যান্ডসহ কয়েকটি স্থানে অবরোধকারীরা মহাসড়কে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ করে দেন। এতে দুটি মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। অ্যাম্বুলেন্স ও জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া অন্য কোনো পরিবহন চলাচল করতে দেওয়া হচ্ছে না।
অবরোধকারীরা বলেন, গত ১১৮ বছর ধরে আমরা ভাঙ্গা উপজেলার অংশ হিসেবে আছি। ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ভাঙ্গা একটি অভিন্ন পরিবার। নির্বাচন কমিশনের ভুল সিদ্ধান্ত আমরা মানি না। সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ জানান, মহাসড়কে অবরোধ চললেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ভাঙ্গা থেকে দুটি ইউনিয়ন নগরকান্দায় অন্তর্ভুক্ত করায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।
এর আগে গত শুক্রবার থেকে টানা চারদিন অবরোধে ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পরিস্থিতি সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।



