বাস চালক ও শ্রমিকদের বিরোধে নাটোর-সিরাজগঞ্জ মহাসড়ক অবরোধ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম
ছবি-যুগের চিন্তা
নাটোর থেকে সিরাজগঞ্জগামী বাস চালক ও শ্রমিকদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে নাটোরে মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বড় হরিশপুর এলাকায় নাটোরের বাস মালিক, চালক ও শ্রমিকরা এই অবরোধ কর্মসূচি পালন করেন।
প্রায় দুই ঘণ্টা পর প্রশাসনের হস্তক্ষেপে সমঝোতার ভিত্তিতে অবরোধ তুলে নেয়া হয় এবং দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধ চলাকালীন বড়হরিশপুর বাইপাস থেকে স্টেশন বাইপাস পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান জানান, শুক্রবার রাতে বড় হরিশপুর বাস টার্মিনালে সোমা পরিবহন ও রত্না পরিবহনের সুপারভাইজারদের মধ্যে গাড়ি পারাপার নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কাউন্টার মাস্টার মিন্টু ইসলাম রত্না পরিবহনের সুপারভাইজার মানিককে চড়-থাপ্পড় মারেন।
পরদিন সকালে ওই ঘটনার জেরে সিরাজগঞ্জে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের লোকজন নাটোরগামী কয়েকটি বাসের স্টাফদের মারধর ও গাড়ি ভাঙচুর করে। এতে ক্ষুব্ধ হয়ে নাটোরের মালিক-শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।
পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে স্বাভাবিক যান চলাচল শুরু হয়।



