জয়পুরহাটে অচল গ্রামীণ সড়ক উন্নয়ন, ভোগান্তিতে হাজারো মানুষ
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ এএম
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি মাস্টারপাড়া বেহাল সড়কের কারণে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা।
বছরের পর বছর ধরে থমকে আছে জয়পুরহাটের বিভিন্ন এলাকার গ্রামীণ সড়ক উন্নয়ন কাজ। দরপত্রের মাধ্যমে ২০২৩ সালে কাজ শুরু হলেও গত বছরের ৫ আগস্টের পর অনেক ঠিকাদার গা ঢাকা দেওয়ায় এবং অনেকের গাফিলতিতে সড়কগুলো বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছেন তারা।
এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানিয়েছে, টানা বৃষ্টির কারণে কাজ শেষ করা যায়নি। তবে শিগগিরই কার্পেটিংসহ সব কাজ শেষ করা হবে।
তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জয়পুরহাটের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৭২ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই অর্থে ১৮টি প্রকল্পের আওতায় জেলার পাঁচটি উপজেলার শতাধিক সড়ক উন্নয়নের উদ্যোগ নেয়া হয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে এসব কাজের উদ্বোধন হলেও নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা যায়নি। কোথাও খুঁড়ে রাখা হয়েছে রাস্তা, কোথাও শুধু খোয়া বা বালি ফেলে রাখা হয়েছে।
পাঁচবিবি উপজেলার ধরঞ্জি মাস্টারপাড়ার মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের গ্রামের সড়ক তিন বছর ধরে পড়ে আছে। হাজারো মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে। কিছুদিন আগে গর্তে পড়ে একটি ভ্যান উল্টে যায়।
একই এলাকার পারুল আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ঠিকাদার শুধু খোয়া-বালু বেচে চলে গেছে। সরকার কি কিছুই দেখে না? বাচ্চারা স্কুলে যেতে পারে না, বর্ষায় কাদা-পানি আর খরায় ধুলোয় ভোগান্তি পোহাতে হয়।
করিয়া গ্রামের ভ্যানচালক মুকুল হোসেনের অভিযোগ, সড়কের কিছুটা কাজ করে ঠিকাদার পালিয়েছে। দুর্ঘটনা ঘটছে, গাড়ি নষ্ট হচ্ছে। আমাদের কষ্ট কেউ দেখে না।
এ বিষয়ে জয়পুরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম তালুকদার বলেন, বর্ষায় প্রচুর বৃষ্টির কারণে কাজ এগোয়নি। আবহাওয়া অনুকূলে এলেই কার্পেটিং শুরু হবে। দ্রুত সময়ের মধ্যে সব কাজ শেষ করা হবে।



